Breaking
1 Nov 2024, Fri

বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকায় খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন দুই প্রাথমিক শিক্ষক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউন চলছে। কিন্তু তা বলে কি পেট মানবে কোন কথা ? ভুখাপেট খাবার চাই।
শিক্ষক হিসেবে কাজের সূত্রে বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকার মানুষজনরা তাঁদের পরিচিত। শুধু পরিচিত নয় তাঁদের হাড়ির খবরও জানেন শিক্ষকরা।

তাই লক ডাউনের জেরে মানুষ গুলোর দুবেলা পেটে ভাত জোগানোর কথা মাথায় রেখে এদিন মুখে মাস্ক পরে ছুট দিয়েছিলেন ওই সব এলাকায়। দিয়াশি,আহার ডাঙ্গা,হেলাকাটা গ্রামের দরিদ্র অসহায় মানুষদের হাতে শিক্ষক স্নেহাশিস দাস ও সৃজন হাঁসদা তাঁদের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন।

Developed by