Breaking
23 Dec 2024, Mon

মানুষ মানুষের জন্য! দিনমজুরদের পাশে দাঁড়ালেন ঝাড়গ্রাম শহরের হকার সুধীর পাত্র

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সত্যিই তো মানুষ মানুষের জন্য! তার প্রমাণ পাওয়া গেল আরো একবার। শনিবার দিনমজুর পরিবারের পাশে দাঁড়ালেন ঝাড়গ্রাম শহরের হকার সুধীর পাত্র। গত ২২ তারিখ থেকে সারা দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন। এর জেরে সংকটে পড়েছেন দৈনন্দিন রোজগার করা মানুষজন। যাঁরা মূলত দিন আনে দিন খায়।ঝাড়গ্রাম জেলায় এরকম মানুষের সংখ্যাও কম নয়। সেই সব পরিবার গুলির পাশে দাঁড়ালেন ঝাড়গ্রাম শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা পেশায় হকার সুধীর পাত্র। সুধীর পাত্র বলেন,‘ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে দিন আনা দিন খাওয়া মানুষজনের বসবাস। ওই গ্রামে এদিন আমরা ৩৫টি পরিবারের হাতে আমার সাধ্যমত ৪ কেজি করে চাল তুলে দিয়েছি।’

Developed by