Breaking
1 Nov 2024, Fri

নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতি প্রথম পর্যায়ে করোনার জন্য ১ লক্ষ টাকা দান করল রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এগিয়ে এলেন সরকারি কলেজের অধ্যাপকদের সংগঠন নিখিলবঙ্গ রাজ্যস সরকারি কলেজ শিক্ষক সমিতি। শুক্রবার সংগঠনের তরফে প্রথম পর্যায়ে ১ লক্ষ টাকা দান করা হয় করোনার জন্য রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে। এদিন অনলাইন মারফত সেই টাকা প্রদান করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলার জন্য আর্থিক তহবিলে দানের জন্য সকল সমর্থ মানুজনকে এগিয়ে আসতে বলেছিলেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সকল স্তরের শিক্ষকদের একাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ছিলেন। এবার সেই কাজের শরিক হলেন রাজ্যের সরকারি কলেজের অধ্যাপকদের সংগঠন নিখিলবঙ্গ রাজ্যল সরকারি কলেজ শিক্ষক সমিতি।
নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক ড. সুশান্ত রায় কর্মকার বলেন,‘আজ আমরা দাঁড়িয়ে রয়েছি সার্বিক এক বিপন্নতার মুখোমুখি। করোনা ভাইরাসের আতঙ্কে প্রত্যেেকে দিশেহারা। প্রতিদিন দ্রুত হারে সমগ্র পৃথিবী জুড়ে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। আমাদের রাজ্যে্র মাননীয়া মুখ্যিমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলায় যথেষ্ট তৎপরতা দেখিয়েছেন এবং জনগণের পাশে দাঁড়ানোর সাধু উদ্যোৃগ গ্রহণ করে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই পরিস্থিতিতে নিখিলবঙ্গ রাজ্যক সরকারি কলেজ শিক্ষক সমিতি তাঁর এই জনহিতকর কর্মকান্ডের শরিক হতে আমরাও অঙ্গীকারবদ্ধ। সেই উদ্দেশ্যে প্রাথমিক পর্যায়ে আমরা সমিতির তরফ থেকে ১ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছি।’

Developed by