Breaking
23 Dec 2024, Mon

সচেতনায় করোনায় মৃত্যুর হার কম রাশিয়ায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সচেতনায় করোনায় মৃত্যুর হার কম রাশিয়ায়। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী রাশিয়ার রাজধানী মস্কো সহ আশে পাশের শহর গুলিতে মোট ১০৩৬ জনের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গিয়েছে। এর মধ্যে ৪ জন মারা গিয়েছে। তাঁদের সকলের বয়স ৭৮ বছরের উপরে। মৃত্যুর হার কম মূলত নাগরিকদের সচেতনতার জন্য। রাশিয়ায় এক একটা শহরের মাঝে দূরত্ব কমপক্ষে ২০০-৩০০ কিমি। যার ফলে রাজধানীতে ধরা পড়লেও করোনা পাশের শহর গুলিতে ধরা পড়েনি। নাগরিকরা এতটাই সচেতন সবাই গ্লাভস ও মাস্ক ব্যবহার করেছে সর্বত্র। যার ফলে এখানের কোন নাগরিকের মধ্য প্যানিক বা ভয় নেই। সাইবেরিয়ায় তাপমাত্রা এখন মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস। সেখানের দোকান-পাট, রেস্টুরেন্ট খোলা থাকলেও শুধুমাত্র স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় গুলি বন্ধ রয়েছে। অনলাইন ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে পড়াশুনা চালাচ্ছেন পড়ুয়ারা।

Developed by