Breaking
24 Dec 2024, Tue

করোনা মোকাবিলায় এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিলেন ঝাড়গ্রামের এক প্রাথমিক শিক্ষিকা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা মোকাবিলায় এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিলেন ঝাড়গ্রামের এক প্রাথমিক শিক্ষিকা ডলি শীট। তিনি বর্তমানে ঝাড়গ্রাম ব্লকের কিসমৎ ভরতপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। এদিন তিনি চেক মারফত ৪০ হাজার টাকা ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ -হাতে তুলে দেন। এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলাশাসকও। প্রাথমিক শিক্ষিকা ডলি শীট বলেন,’মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আহ্বান সাধারণ মানুষের কাছে করেছেন তাতে আমার বিবেককে নাড়া দিয়েছে। আজ এক কঠিন পরিস্থিতির মধ্যে আমরা সকলে দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রী যেভাবে করোনা মোকাবিলা করছেন তার জন্য আমি আমার এক মাসের বেতন ৪০ হাজার টাকা চেকের মাধ্যমে জেলাশাসকের হাতে মুখ্যমন্ত্রী রাজ্যের যে জরুরীকালীন ত্রাণ তহবিলে গঠন করেছেন সেখানে তুলে দিলাম।’
জেলাশাসক আয়েশা রানি এ বলেন,’এভাবে প্রত্যেক মানুষ তাঁর সামর্থ্য মত এগিয়ে এলে অনেক মানুষের সুরাহা হবে।’

Developed by