ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড় দিয়েছেন চাষিদের। চাষ করা থেকে বাজারে সেই ফসল নিয়ে আসার ক্ষেত্রে সেই ছাড় দেওয়া হয়েছে। লকডাউনের জেরে মাথায় হাত পড়েছিল চাষিদের। মাঠের ফসল তুলবে কিভাবে তা ভেবে পাচ্ছিলেন না। এমনকি সেই ফসল বাজারে না পৌঁছালে সব্জির ক্ষেত্রে সংকট দেখা দেবে। চাষাবাদে ছাড় পেতেই মাঠে নেমে কাজ করছেন গোপীবল্লভপুরের চাষিরা। শুধু চাষ নয় সেই ফসল সরবরাহের ক্ষেত্রেও পরিবহনে ছাড় দেওয়া হয়েছে লকডাউন থেকে। চাষের মাঠে সচেতন চাষিরা। মুখে কাপড় বেঁধে কম লোকে মিলে কাজ করছেন তাঁরাও।