Breaking
1 Nov 2024, Fri

লকডাউনে রক্তের সংকট, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ইন্দ্রানী বিশ্বাসকে রক্ত দিলেন ‘মানবতা ফাউণ্ডেশনে’র সদস্য বিশু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউনের জেরে হাসপাতালে গুলিতে সৃষ্টি হয়েছে রক্তের সংকট! এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ঝাড়গ্রাম শহরের কন্যা ইন্দ্রানী বিশ্বাসের থ্যালাসেমিয়া রয়েছে। কিন্তু ঝাড়গ্রাম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে দেখা দিয়েছে রক্তের সংকট। ঝাড়গ্রাম ব্লাড ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আলো হাঁসদা জানিয়েছেন,‘লক ডাউনের জেরে এখন আর রক্তদান শিবির হচ্ছে না। যার ফলে রক্তের সংকট দেখা দিয়েছে। এখন হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে কিছু পরিমান ইউনিট বি-পজিটিভ রক্ত রয়েছে। আর অন্য কোন গ্রুপের রক্ত নেই। রোগীর আত্মীয়রা রক্তদাতা নিয়ে এলে তখন তাঁদের কাছ থেকে নিয়ে রক্ত দেওয়া হচ্ছে।’ থ্যালাসেমিয়া আক্রান্ত ইন্দ্রানী বিশ্বাসকে এদিন এ পজিটিভ রক্ত হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এসে দেন ‘মানবতা ফাউণ্ডেশনে’র অন্যতম সদস্য বিশু।

Developed by