Breaking
24 Dec 2024, Tue

৮৫০৯৭১৬২৬৩ নম্বরে ফোন করলেই বাড়িতে বসে ঝাড়গ্রাম পুরসভার প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম নাগরিকরা পাবেন বাজার ও ওষুধপত্র

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ৮৫০৯৭১৬২৬৩ নম্বরে ফোন করলেই বাড়িতে বসে ঝাড়গ্রাম পুরসভার প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম নাগরিকরা পাবেন বাজার ও ওষুধপত্র। লকডাউনের জেরে এমনই সিদ্ধান্ত নিয়েছে ঝাড়গ্রাম পুরসভা। যে সমস্ত প্রবীণ নাগরিক ও শারীরিকভাবে অক্ষম নাগরিকরা বাড়ি থেকে বের হতে পারছেন না তাঁদের সুবিধার কথা মাথায় রেখে এই উদ্যোগ পুরসভার। লকডাউনের দিন থেকে পুর এলাকার প্রতিটি ওয়ার্ডে মাইকিং প্রচার করে একথা ঘোষনা করা হয়েছে। ঝাড়গ্রাম পুরসভার প্রশাসক তথা মহকুমা শাসক সুবর্ণ রায় বলেন,‘৮৫০৯৭১৬২৬৩ মোবাইল নম্বরে ফোন করে নাম ও ঠিকানা বলার পরই পুরকর্মীরা নাগরিকদের বাড়িতে পৌঁছে যাবেন। তারপর কি কি জিনিসপত্র লাগবে তার তালিকা ও অগ্রিম টাকা দিলেই এনে দেওয়া হবে জিনিসপত্র। বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হবে যতদিন লকডাউন চলবে।’

Developed by