Breaking
24 Dec 2024, Tue

বুধবার গভীর রাতে ঝাড়গ্রামে কি স্প্রে করা হয়েছিল নাকি কুয়াশা ? ধন্দে বাসিন্দাদের প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার গভীর রাতে ঝাড়গ্রামে কি স্প্রে করা হয়েছিল নাকি কুয়াশা ? ধন্দে বাসিন্দাদের প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়। গতকাল গভীর রাতে এহেন দৃশ্য দেখে চমকে উঠেছেন অনেক নাগরিকরা। অনেকের বক্তব্য,’গভীর রাত ১ টা নাগাদ বাড়ির বাইরে যেন কিছু স্প্রে করা হয়েছে। এবং তার একটা গন্ধ পাওয়া যাচ্ছিল।’ আবার কেউ কেউ লিখেছেন,’স্প্রে নয় ঝাড়গ্রামে দূষণ কমতে কুয়াশা দেখা দিয়েছিল শহর জুড়ে। এটা ভালো লক্ষণ। পরিবেশ দুদিন লকডাউনের জেরে কিছুটা হলেও বাতাস বিশুদ্ধ হয়েছে।’ কিন্তু সত্যিকারের কি ঘটেছিল তা আপাতত ধন্দে !

Developed by