Breaking
1 Nov 2024, Fri

লকডাউন শুরু হতেই দাম বাড়ল জিনিসপত্রের, কালোবাজারির আশঙ্কা করছেন সাধারণ মানুষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সারা দেশ জুড়ে শুরু হয়েছে আগামী ২১ দিনের লক ডাউন। তারমধ্যেই গতকাল রাত থেকে ভূষিমাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম লাফিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে। যার ফলে মানুষের হাতের নাগালের বাইরে যেতে পারে। এছাড়াও গুদামে মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করবে এক শ্রেণীর মানুষজন। ঝাড়গ্রাম জেলা প্রশাসন এ বিষয়ে একটি টাস্ক-ফোর্স গঠন করে নিয়মিত নজরদারি চালানোর প্রয়োজনীয়তা রয়েছে বলে সাধারণ মানুষ মনে করছেন। নাহলে ঝাড়গ্রামের মত দরিদ্র শ্রেণী ভুক্ত মানুষজন খাদ্যের সংকটে পড়তে পারেন। ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য আবেদন করা হচ্ছে জেলা প্রশাসনের কাছে।

Developed by