Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রাম জেলা শহরে লক ডাউন শুরু, চলবে আগামী ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলা শহরে লক ডাউন শুরু, চলবে আগামী ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী এখন থেকে কেউ বাড়ির বাইরে একসঙ্গে ৭ জন বের হতে পারবেন না। বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি অফিস। এছাড়াও বেশ কিছু দোকান। যদিও এই বন্ধের বাইরে থাকছে যে সব তার তালিকা নিম্নে দেওয়া হল…
১। স্বাস্থ্য পরিষেবা।
২। পুলিশ, দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা।
৩। ডাক ও টেলিকম পরিষেবা।
৪। ব্যাঙ্ক ও এ.টি.এম পরিষেবা।
৫। পেট্রোল পাম্প ও এল.পি.জি গ্যাস অফিস।
৬। বিদ্যুৎ, জল এবং নিকাশি পরিষেবা।
৭। পুরসভা সাফাইকর্মী।
৮। মুদিখানা।
৯। কাঁচা সবজি।
১০। মাছ-মাংস।
১১। পাউরুটি ও দুগ্ধ সরবরাহ।
১২। ওষুধ ও চশমার দোকান।
১৩। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া।
কোনরকম গুজবে কান দেবেন না, আতঙ্কিত হবেন না। আর আতঙ্ক ছড়াবেন না। নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করুন। ঝাড়গ্রাম জেলা প্রশাসন সর্বদা জাগ্রত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকল ঝাড়গ্রাম শহরবাসীর কাছে আবদেন করা হয়েছে,‘কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সে রকম পরিস্থিতি দেখলে পুলিশ-প্রশাসনকে খবর দিন। অসুবিধায় পড়লেই জেলার কন্ট্রোল রুমে ০৩২২১-২৫৮২২৮ এই নম্বরে ফোন করুন।’

Developed by