Breaking
24 Dec 2024, Tue

শুধু কলকাতা নয় সারা বাংলার পুরশহর গুলি লকডাউন করা হবে ২৭ মার্চ পর্যন্ত জানাল নবান্ন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুধু কলকাতা নয় সারা বাংলার পুরশহর গুলি লকডাউন করা হবে ২৭ মার্চ পর্যন্ত জানাল নবান্ন। করোনা রুখতে কেন্দ্রীয় সরকার কলকাতা লকডাউন করার নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একধাপ এগিয়ে সংক্রমণ রুখতে আগামীকাল ২৩ মার্চ বিকেল থেকে কলকাতা সহ বিভিন্ন জেলার পুরশহর গুলিকে লকডাউন এর সিদ্ধান্ত নিয়েছে। সেখানে অবশ্য ছাড় রয়েছে, অত্যাবশ্যকীয় পন্য ও পরিষেবা। যেমন- দুধের দোকান, ওষুধের দোকান, মুদির দোকান,দমকল, বিদ্যুৎ ও জরুরী পরিষেবা।

Developed by