ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ৩১ মার্চ পর্যন্ত সমস্ত বাতিল ট্রেনের টিকিটের ভাড়া ফেরত দেওয়া হবে ২১ জুন পর্যন্ত, জানাল ভারতীয় রেল। এদিন এক বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানানো হয়েছে। যাত্রীদের টিকিট বাতিল হলেও তার জন্য কোনও চার্জ নেবে না ভারতীয় রেল। টাকা ফেরতের জন্য এখনই লাইন দিতে হবে না কাউন্টারে। ২১ জুন পর্যন্ত এই টাকা ফেরত পাওয়া যাবে। যাঁরা অনলাইনে টিকিট কেটেছেন তাদের টাকা অনলাইনের মারফত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে বলে জানানো হয়েছে।