Breaking
24 Dec 2024, Tue

রেশনে ফ্রিতে চাল সেপ্টেম্বর পর্যন্ত, ঘোষণা মমতার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- করোনা মহামারী রুখতে ফের একবার জনমোহিনী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনার জেরে যাতে নিম্নবিত্ত জনতার হেঁসেলে খাবারের সংকট দেখা না দেয়, তা নিশ্চিত করতে এবার দু’টাকা কিলো চাল দেওয়ার ব্যবস্থা ছিল, তাতে এখন থেকে বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

নবান্ন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা গুরুত্ব বুঝে অনেক গরিব মানুষ আছেন, সেই টাকাটা জোগাড় করতে পারেন না৷ তাই আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত দু টাকা কেজি দরে যে চাল দেওয়া হত, সেটা পুরোটাই বিনামূল্যে দেব৷ মাসে ৫ কেজি চাল-গম পায় যারা, তাঁরা ফ্রিতে পারেন৷ রাজ্যে সাড়ে ৭ কোটি ৮৫ লক্ষ লোক আছেন, যাঁরা দু’টাকা দরে চাল-গম পেতেন মাসে ৫কেজি, তাঁরা সেপ্টেম্বর পর্যন্ত আমরা ফ্রিতে দেব৷’’

Developed by