Breaking
1 Nov 2024, Fri

করোনা ভাইরাস রুখতে ঝাড়গ্রাম জেলায় সমস্ত কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিল জেলা প্রশাসন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রতিরোধেই নিরাময়ের সবচেয়ে ভালো ওষুধ। তাই করোনা ভাইরাস রুখতে ঝাড়গ্রাম জেলায় সমস্ত কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিল জেলা প্রশাসন।

জেলার যে সমস্ত জায়গায় একজনের বেশি পড়ুয়া একসঙ্গে পড়াশুনা করে সেই সব জায়গায় পড়ানো বন্ধের নির্দেশ দিল জেলা প্রশাসন।

ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ জানিয়েছেন,‘যেখানে টিউশনি পড়ার জন্য একসঙ্গে অনেক পড়ুয়া হাজির হয়, ওই সমস্ত জায়গা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকার পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে।

তাই সে কথা মাথায় রেখেই আমরা ঝাড়গ্রাম জেলার কোচিং সেন্টার গুলি আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। পড়ুয়াদের সুস্থ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশ কার্যকর করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’

Developed by