Breaking
24 Dec 2024, Tue

করোনার আশঙ্কায় রাজ্যে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদ্রাসা ছুটি ১৫ এপ্রিল পর্যন্ত জানালেন মুখ্যমন্ত্রী।

ঝাড়গ্রাম নিউজ ফ্যাশ ডেস্ক: করোনা ভাইরাসের আশঙ্কায় ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদ্রাসা। গত শুক্রবারই নবান্নের তরফে জানানো হয়েছিল সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদ্রাসা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, সেই ছুটি বাড়ানো হচ্ছে। ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদ্রাসা। আইসিডিএস স্কুলও বন্ধ থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, ওই সমস্ত স্কুলে মিড ডে মিলের যে রান্না হয় তার কাঁচা মাল ছাত্রছাত্রীদের বাড়িতে পৌঁছে দেবে রাজ্য সরকার।

Developed by