Breaking
24 Dec 2024, Tue

সাঁকরাইলের রাজবাঁধে সন্ধ্যায় বোমা ফাটবে এহেন গুজবেই বাড়ি ছেড়ে ছুট দিলেন আট থেকে আশি সকলে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বায়ুসেনার লক্ষ্যভ্রষ্ট হওয়া বোমা নাকি ফাটবে। এহেন গুজবে শনিবার সন্ধ্যায় সাঁকরাইলের রাজবাঁধ গ্রামে বাড়ি ছেড়ে ছুট দিলেন আট থেকে আশি সকলেই। যদিও কোন বোমা ফাটেনি বলে পুলিশ জানিয়েছে। গত বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ বায়ুসেনার যুদ্ধবিমান থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে বোমা পড়েছিল সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতার রাজবাঁধ গ্রামের ধান জমিতে। যা এখনও আতঙ্কে রেখেছে বাসিন্দাদের। খনন কার্য চালানো হলেও এখনও পর্যন্ত বোমা উদ্ধার হয়নি বলে সাঁকরাইল থানার পুলিশ জানিয়েছে। ধান জমির মালিক বিশ্বরঞ্জন মাহাত বলেন,‘হঠাৎই কেউ রটিয়ে দিয়েছিল আজ সন্ধ্যায় নাকি বোমাটি ফাটবে। তাই মানুষজন আতঙ্কে বাড়ি ছেড়ে পালাতে শুরু করেছিল সকলেই। তারপর পুলিশ ও বায়ুসেনার অফিসারদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি একেবারে ভুল তথ্য। এখনও পর্যন্ত কোন বোমা ফাটেনি।’

Developed by