ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে ১৪ দফা দাবি সনদ তুলে দিলেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। গত শুক্রবার নয়াদিল্লিতে ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। সেখানেই সাংসদ এলাকার উন্নয়ন থেকে রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। সাংসদ কুনার হেমব্রম বলেন,‘উন্নয়ন ও পরিকাঠামো বিষয়ে প্রধানমন্ত্রী প্রথমে জানতে চেয়েছিলেন। বেলপাহাড়িতে পাণীয় জলের সমস্যা, ঝাড়গ্রাম ও গিধনিতে নতুন ট্রেন দেওয়ার কথা তুলে ধরেছি। বনধন যোজনা সম্পর্কেও আদিবাসীরা কিছুই জানে বলে জানিয়েছি। আর জঙ্গলমহলের রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির বর্তমান অবস্থা এবং কোথায় কোথায় বিজেপির সাংগঠনিক দুর্বলতা রয়েছে তাও জানিয়েছে।’