Breaking
24 Dec 2024, Tue

শনিবার ঝাড়গ্রাম রাজ কলেজের আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে আমেরিকা থেকে এসেছিলেন দুই আর্কিটেক ইঞ্জিনিয়ার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার ঝাড়গ্রাম রাজ কলেজের আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে আমেরিকা থেকে এসেছিলেন দুই আর্কিটেক ইঞ্জিনিয়ার। সেমিনারের বিষয় ছিল ‘বাণিজ্য ও অর্থনীতির ক্রমশ পরিবর্তন কিভাবে হচ্ছে’। ঝাড়গ্রাম রাজ কলেজে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ঝাড়গ্রাম রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবনারায়ন রায়।

সেমিনারে যোগ দিতে আমেরিকা থেকে এসেছিলেন দুই আর্কিটেক ইঞ্জিনিয়ার টম মিলাভেক, বনি সেন, সেবাভারতীর ডিরেক্টর অধ্যাপক রঞ্জন সেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের প্রধান অধ্যাপক অশীষকুমার সানা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের প্রধান অধ্যাপক টগরলালা খান, প্রমুখ। সেমিনারে উ্দ্বোধনী ভাষণ দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবনারায়ন রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঝাড়গ্রাম রাজ কলেজের বাণিজ্য বিভাগের প্রধান অধ্যাপক প্রদীপকুমার পাণ্ডা। এদিন কয়েক’শো অধ্যাপক-অধ্যাপিক, গবেষক-পড়ুয়া তাঁদের গবেষণা পত্র পাঠ করেন সেমিনারে। সেমিনার শেষে সমাপ্তি ভাষণ দেন ঝাড়গ্রাম রাজ কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক পার্থপ্রতিম মুখোপাধ্যায়।

Developed by