ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জুনিয়র স্কুল মাধ্যমিকে উন্নীত হল, খুশির হাওয়া সংখ্যালঘু অধ্যুষিত নয়াগ্রামের গড়খেলাড়ে। শুক্রবার বিকেলে নয়াগ্রাম ব্লকের গড়খেলাড় জুনিয়র স্কুল মাধ্যমিক স্তরে উন্নীত হওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন ঝাড়্গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস। গড়খেলাড় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে দু’দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাধিপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মধুসূদন সরেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত, তপন বন্দ্যোপাধ্যায়, শান্তি মুর্মু টুডু, মামণি মুর্মু, নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ, বাচিক শিল্পী অখিলবন্ধু মহাপাত্র। গড়খেলাড় মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুদ্দিন খান বলেন,’২০০৯ সালে গড়খেলাড় জুনিয়ার হাইস্কুল স্থাপিত হয়। সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকার শিক্ষার্থীরা মরচি ও নাগরিপাদা হাইস্কুলের মাধ্যমে মাধ্যমিকে পড়াশুনা করত। এলাকার বিধায়ক দুলাল মুর্মু এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি উজ্জ্বল দত্তের সহযোগিতায় ২০১৯ এর জুন মাসে জুনিয়ার হাইস্কুল মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়।’ গড়খেলাড় প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অনিরুদ্ধ দাস বলেন,’২০১৪ সাল থেকে দুটি স্কুলের যৌথ উদ্যোগে বার্ষিক অনুষ্ঠান হয়ে আসছে। এই দুটি বিদ্যালয় যেখানে রয়েছে সেখানে একটি পাঁচিল এবং স্থায়ী মঞ্চ প্রয়োজন।’জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা এই দাবী পূরণের প্রতিশ্রুতি দেন। এদিন আবির আর পলাশ ফুলের রাখী দিয়ে অতিথিদের বরণ করা হয়। প্রত্যেক অতিথির হাতে দেওয়া হয় মাটির সরায় গোলাপের পাঁপড়ি ও আবির। উদ্বোধন অনুষ্ঠানের শেষে সভাধিপতি মাধবী বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ জেলাপরিষদের কর্মাধ্যক্ষ শান্তি মুর্মু টুডু আবির খেলায় মেতে ওঠেন। সকল মানুষ আবির খেলায় মেতে ওঠেন। রাতে বিদ্যালয়ের কচিকাঁচারা নাচ গান আবৃত্তি ও অভিনয়ে অংশ নেয়। সংগীত পরিবেশন করে অতিথি শিল্পী শুভনীতা রক্ষিত।