Breaking
23 Dec 2024, Mon

মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাঝরিয়াতে গিয়ে লোধা-শবরদের সরকারি কাজে বেশি করে যুক্ত করতে বৈঠক করলেন বিডিও

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাঝরিয়াতে গিয়ে লোধা-শবরদের সরকারি কাজে বেশি করে যুক্ত করতে বৈঠক করলেন ঝাড়গ্রামের বিডিও অভিজ্ঞা চক্রবর্তী। এদিন কালাঝরিয়াতে একশো দিনের কাজ পরিদর্শন করার পাশাপাশি একশো দিনের কাজে লোধা-শবর সম্প্রদায়ের মানুষ জন যাতে বেশি করে যুক্ত হন সে বিষয়ে উৎসাহিত করেন ঝাড়গ্রামের বিডিও অভিজ্ঞা চক্রবর্তী। বিডিও লোধা শবর অধ্যুষিত এই এলাকার সকল স্বসহায়ক দল গুলো প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে তারা যাতে সাবলম্বী হতে পারে সে বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা বলেন। উপস্থিত ছিলেন মানিকপাড়া অঞ্চলের উপ প্রধান মহাশীষ মাহাত। তিনি বলেন,’ইতিমধ্যেই যাদের কোন ব্যাংক একাউন্ট ছিল না, তাদের ব্যাংক একাউন্ট খুলে দেওয়া হয়েছে। বেশিরভাগ লোককে সামাজিক সুরক্ষার যোজনার আওতায় নিয়ে আসা হয়েছে।’

Developed by