Breaking
25 Dec 2024, Wed

জামবনির যুগীবাঁধে শবর পরিবার গুলি পরিদর্শন করলেন ঝাড়গ্রামের জেলাশাসক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জামবনির যুগীবাঁধে শবর পরিবার গুলি পরিদর্শন করলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ।

জেলাশাসক জামবনি ব্লকের বিডিও সৈকত দে-কে সঙ্গে নিয়ে যান। সেখানে গিয়ে তিনি লোধা শবর জন্য ২২টি নির্মীয়মাণ বাড়ি পরিদর্শন করেন। পাশাপাশি তিনি আবারও নতুন করে ৩টি বাড়ি তৈরির জন্য স্পেশাল অনুমোদন দেন।

Developed by