Breaking
25 Dec 2024, Wed

শিলদায় বৃহন্নলাদের অত্যাচারে একরত্তি শিশু মৃত্যুর ঘটনায় ৩৫ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দিল পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামের শিলদায় বৃহন্নলাদের অত্যাচারে একরত্তি শিশু মৃত্যুর ঘটনায় ৩৫ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। শুক্রবার ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচার এজলাসে মামলার তদন্তকারী অফিসার ৩০৪ নং (অনিচ্ছাকৃত খুন) ধারার ভিত্তিতে তিন বৃহন্নলার নামে চার্জশিট পেশ করেন।
গত ২৪ জানুয়ারি শিলদাতে দেড় মাসের পুত্র সন্তাকে জোর করে নাচাতে গিয়ে মৃত্যু হয়েছিল শিশুটির। ওই দিনই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় এবং বিনপুর থানার পুলিশ গ্রেফতার করে তিন বৃহন্নলাকে। এদিন তিন বৃহন্নলাকে আদালতে হাজির করে দায়রাযোগ্য অপরাধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী অফিসার। মৃত শিশুর বাবা-মা সহ মোট ১৭ জনকে মামলার সাক্ষী করা হয়েছে। তারমধ্যে বাবা-মায়ের গোপন জবানবন্দিও আদালত গ্রহণ করেছে। মৃত শিশুটির পরিবারের আইনজীবী কৌশিক সিনহা বলেন,‘স্বল্প সময়ের মধ্যে তদন্তকারী অফিসার তদন্ত শেষ করায় বৃহন্নলাদের জেল হেফাজেত রেখেই বিচারকার্য করার ক্ষেত্রে সুবিধা হবে। বৃহন্নলাদের বিচার চলাকালীন জামিন না হয় তার জন্য আদালতের কাছে পুনরায় আবেদন করব। জেল হেফাজতে রেখে বিচারকার্য সম্পন্ন না করলে মামলার গতিপ্রকৃতি ব্যাহত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিন বিচারক জামিন মঞ্জুর খারিজ করে আগামী ১৩ মার্চ ফের বৃহন্নলাদের আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন।’ মৃত শিশুর বাবা চন্দন খিলার বলেন,‘পুলিশের তদন্তে আমরা খুশি। ন্যায় বিচার পাওয়ার অপেক্ষায় রয়েছি।’

Developed by