Breaking
1 Nov 2024, Fri

ঝাড়গ্রাম রাজ কলেজে বিনামূল্যে চালু হল মাশরুম প্রশিক্ষণের সার্টিফিকেট কোর্স

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম রাজ কলেজে বিনামূল্যে চালু হল মাশরুম প্রশিক্ষণের সার্টিফিকেট কোর্স। শুক্রবার ঝাড়গ্রাম রাজ কলেজে ৫ জন পুরুষ এবং ১৯ জন মহিলা মিলে মোট ২৪ জনকে দিয়ে প্রশিক্ষণ শিবির চালু হয়।

ঝাড়গ্রাম রাজ কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত এই এলাকার দরিদ্র মানুষজনকে স্বনির্ভর করার উদ্দেশে মাশরুম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিনামূল্যে দশ দিনের এই কোর্স শেখার পর প্রশিক্ষণপ্রাপ্তের হাতে একটি সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এরজন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের কোন বাধ্যবাধকতা নেই। ইচ্ছুক নিরক্ষর ব্যক্তিও হাতে-কলমে এই প্রশিক্ষণ নিতে পারবেন। এদিন রাজ কলেজের অধ্যাপকদের সহায়তায় উদ্ভিদবিদ্যা বিভাগে মাশরুম প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবনারায়ন রায়। ঝাড়গ্রাম ব্লকের দুবরাজপুরের বাসিন্দা রানি টুডু, মামনি সোরেন, সাজোমনি হাঁসদা, বাদলি টুডু, চুড়ামনি হাঁসদারা কোনদিন কলেজের গণ্ডিতে পা রাখেননি, তবুও তাঁরা এদিন কলেজে এসে প্রশিক্ষণ নিয়েছেন। আগামী নয় দিন আরো প্রশিক্ষণ নেবেন তাঁরা।
প্রথম দিনের প্রশিক্ষণ পেয়ে রানি টুডু, মামনি সোরেনরা বলেন,‘খুবই ভালো লাগছে কলেজে এসে ট্রেনিং নিয়েছি মাশরুম তৈরির জন্য। এদিন আমাদেরকে ২০০ গ্রাম মাশরুম বীজ ও প্যাকেট বিনামূল্যে দেওয়া হয়েছে।’
ঝাড়গ্রাম রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবনারায়ন রায় বলেন,‘প্রথম দিনের প্রশিক্ষণ শেষে উনাদের হাতে আমরা বীজ ও প্যাকেট দিয়েছি, যাতে বাড়িতে তাঁরা তৈরি করতে পারেন হাতে-কলমে। এলাকার মানুষজনকে স্বনির্ভর করার জন্যই এই উদ্যোগ আমাদের।’

Developed by