Breaking
26 Dec 2024, Thu

লোধা-শবরদের সামাজিক মানোন্নয়নের জন্য ‘চুনী কোটাল স্মৃতি সম্মাননা-২০১৯’ পুরস্কার পেলেন মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহাশীষ মাহাত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লোধা-শবরদের সামাজিক মানোন্নয়নের জন্য ‘চুনী কোটাল স্মৃতি সম্মাননা-২০১৯’ পুরস্কার পেলেন মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহাশিষ মাহাত। শুক্রবার বিকেলে কলকাতার কলেজ স্ট্রিট বইচিত্র সভাগৃহে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক নলিনী বেরা, সাহিত্যিক অর্ণব সাহা, চেম্বার অব কমার্স এর মেদিনীপুরের সভাপতি চন্দন বসু, বিশিষ্ট শিক্ষাবিদ বিবেকানন্দ চক্রবর্তী প্রমুখ। প্রথম শবর গ্র্যজুয়েট মহিলা চুনী কোটাল স্মৃতি পুরষ্কার মহাশীষ মাহাতোর হাতে তুলে দেন চন্দন বসু। পুরস্কার পেয়ে মহাশীষ মাহাত বলেন,‘আমাদের সমাজে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠীর মধ্যে লোধা-শবররা একটি সম্প্রদায়। অতি সাধারণ জীবন-যাপন করা লোধা-শবরদের সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য আমার গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে নানা কাজ করে চলেছি। এই সম্মান আমাকে আরো অনুপ্রেরনা জোগাবে কাজ করার চলার পথে।’ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন চুনী কোটাল স্মৃতি ট্রাস্টের সম্পাদক তথা চুনী কোটালের আত্মীয় মৃণাল কোটাল।

Developed by