ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আমার পরিবার সুরক্ষিত পরিবার। সেই উদ্দেশে সকলকে সচেতনতার বার্তা দিতেই রাজ্যের মধ্যে প্রথম ঝাড়গ্রাম জেলায় উপভোক্তাদের বাড়িতে লাগানো হচ্ছে সামাজিক সুরক্ষার সাইনবোর্ড।
যা দেখেই সহজেই যে কেউ চিনতে পারবেন বাড়িটি রাজ্য সরকারের সামাজিক সুরক্ষার আওতায় রয়েছে বলে। সোমবার সন্ধ্যায় বেলপাহাড়ির ব্লকের জোড়াম গ্রামে বাড়ি বাড়ি ঘুরে সামাজিক সুরক্ষা যোজনায় আওতায় আসা পরিবার গুলির বাড়ির দেওয়ালে সামাজিক সুরক্ষার সাইনবোর্ড লাগানো হয়। মূলত অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্য সরকারের এই স্কীমে আরো বেশি করে সকলকে নিয়ে আসার জন্য এহেন উদ্যোক্ত বলে জানিয়েছেন ঝাড়গ্রাম জেলার শ্রম দপ্তরের সহ-কমিশনার সৌম্যনীল সরকার। সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার ভারপ্রাপ্ত ডেপুটি লেবার কমিশনার(খড়গপুর) বিতান দে, বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাঁসদা প্রমুখ।