Breaking
28 Dec 2024, Sat

স্ত্রীকে কুড়ুল দিয়ে খুনের অভিযোগে মঙ্গলবার স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
স্ত্রীকে কুড়ুল দিয়ে খুনের অভিযোগে মঙ্গলবার স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত স্বামীর নাম সাহেবরাম মাণ্ডি। তাঁর বাড়ি ঝাড়গ্রাম থানার বৃন্দাবনপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সোমবারি মাণ্ডির সঙ্গে তাঁর স্বামী সাহেবরাম মাণ্ডির বচসা হয়। স্বামীকে সকালের ভাত খেতে দিয়েছিলেন স্ত্রী। যা নিয়েই বচসা শুরু হয়। তারপরেই দু’জনের মধ্যে হাতাহাতিও হয়। তখনই সাহেবরাম কুড়ুল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। সেই সময় প্রাণে বাঁচার জন্য ছুটে পালাতে গেলে বাড়ির সামনে থাকা একটি ড্রেনে পড়ে যায় স্ত্রী। সেখান থেকে উদ্ধার করে সোমবারিকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে দুপুরে সাহেবরামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Developed by