ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
আচমকা গ্রাম পঞ্চায়েত অফিসে পরিদর্শনে গিয়ে কর্মীদের অনুপস্থিত দেখে বিডিও-কে তদন্তের নির্দেশ দিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ। মঙ্গলবার বিকেলে হঠাৎই ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েত অফিসে হাজির হন জেলাশাসক। সেখান গিয়ে জেলাশাসক দেখেন অফিসের ৫ জন পঞ্চায়েত কর্মীর মধ্যে কেবলমাত্র ২ জন অর্থাৎ নির্মাণ সহায়ক ও সহায়ক উপস্থিত ছিলেন। বাকি তিন জন অফিসে অনুপস্থিত ছিলেন। ৩ জন কেন অনুপস্থিত তা জানতে চান জেলাশাসক।উত্তরে উপস্থিত কর্মীরা জেলাশাসককে বলেন,‘পঞ্চায়েতের নির্বাহী সহায়ক জেলায় প্রশিক্ষণ নিতে গিয়েছেন। কর্ম সহায়ক ও পঞ্চায়েত কর্মী ছুটিতে আছেন।’ জেলাশাসক আয়েশা রানি এ বলেন,‘এদিন পাঁচ জনের মধ্যে তিন জন কর্মী অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির কারণ সম্পর্কে যথাযথ তদন্ত করে রিপোর্ট পাঠাতে বিডিওকে বলেছি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কারণ গ্রাম পঞ্চায়েতে অনেক কাজ। সাধারণ মানুষজন অফিসে কাজে এসে ঘুরে যাবে তা বন্ধ করতেই এবার থেকে পঞ্চায়েত অফিসের কেউ ছুটি নিলে সংশ্লিষ্ট বিডিওদের জানাতে হবে।’