ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : খেলা মাঠের ব্যবসা বন্ধ হোক সোমবার বিকেলে ঝাড়গ্রামে অনুশীলনের ফাঁকে একথায় বললেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষীরতন শুক্লা। এদিন তিনি পুরাতন ঝাড়গ্রাম আরএমএস ক্রিকেট ময়দানে খেলোয়াড়দের অনুশীলন করান। গত ৭ জানুয়ারি আরএমএস এবং এলআরএস স্পোর্টস একাডেমির যৌথ ক্যাম্প এই বিনামূল্যে শুরু হয়েছে। মন্ত্রী লক্ষীরতন শুক্লা বলেন,‘ঝাড়গ্রামে আসার পিছনে আমার একটা বড় ভিশন রয়েছে। এখানকার ছেলেমেয়েরা খুব পরিশ্রম করে বড় হয়। আমার জীবনের কিছু অভিজ্ঞতা যদি এদের সঙ্গে শেয়ার করে যদি কোন ভাবে কোন এদের লাভ হয়, তার জন্যই এখানে একাডেমি খোলা। টাকা পয়সার জন্য ছেলেমেয়েরা মাঠে আসা যেন বন্ধ না করে। সে জন্যই বিনামূল্যে কোচিং ক্যাম্প শুরু করা হয়েছে। এই উদ্যোগটাকে পুরো বাংলা জুড়ে ছড়ানোর চেষ্টা করব আমার ক্ষমতার মধ্যে।’