Breaking
25 Dec 2024, Wed

খেলা মাঠের ব্যবসা বন্ধ হোক বললেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষীরতন শুক্লা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : খেলা মাঠের ব্যবসা বন্ধ হোক সোমবার বিকেলে ঝাড়গ্রামে অনুশীলনের ফাঁকে একথায় বললেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষীরতন শুক্লা। এদিন তিনি পুরাতন ঝাড়গ্রাম আরএমএস ক্রিকেট ময়দানে খেলোয়াড়দের অনুশীলন করান। গত ৭ জানুয়ারি আরএমএস এবং এলআরএস স্পোর্টস একাডেমির যৌথ ক্যাম্প এই বিনামূল্যে শুরু হয়েছে। এদিন একাডেমির খেলোয়াড়দের তিনি কৌশল শেখান। মন্ত্রী লক্ষীরতন শুক্লা বলেন,‘এখানে এসে আমার খুব ভালো লাগছে আগে ৩০ জন ছেলেমেয়েরা ছিল এখন সেখানে সংখ্যাটা প্রায় ৩০০ হয়ে গিয়েছে। আমাদের লক্ষ্য মাঠের ব্যবসাটা যেন বন্ধ হোক। আজ খেলাধুলা নিয়ে যখন ব্যবসা হয় আর যখন সেটা শুনি তখন খুবই খারাপ লাগে। আমি আশা রাখছি অতীতেও যেমন সবার সহযোগিতা পেয়েছি, আগামী দিনেও সবার সহযোগিতা পাব।’

Developed by