Breaking
1 Nov 2024, Fri

সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের সরকারি কলেজ গুলি নিয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি উঠল নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির সম্মেলনে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের সরকারি কলেজ গুলি নিয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি উঠল নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির সম্মেলনে। গত ৯ ফেব্রুয়ারি কলকাতার আশুতোষ কলেজের আশুতোষ মেমোরিয়াল হলে সমিতির ছত্রিশতম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক অঞ্জন চাকি, অবসরপ্রাপ্ত অধ্যাপক শিবরঞ্জন চ্যাটার্জী, বর্ধমান বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক নিমাইচন্দ্র সাহা, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈকত মিত্র, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবনারায়ন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. শ্যামসুন্দর কুণ্ডু।

সমিতির সাধারণ সম্পাদক ড. সুশান্ত রায় কর্মকার তাঁর বক্তব্যে সমিতির কাজকর্ম এবং অন্যান্য একাধিক বিষয়ে আলোকপাত করেন। ড. সুশান্ত রায় কর্মকার বলেন,‘সরকারি কলেজের অধ্যাপক সংগঠনের পক্ষ থেকে এবছর সিধো-কানহো বিশ্ববিদ্যালয় এবং কোচবিহারের আর্চায বজেন্দ্রনাথ শীল কলেজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।’ সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য রাজ্য সরকারকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানায় সমিতি। পাশাপাশি সমিতির সম্মেলন থেকে দাবি উঠে রাজ্যের সমস্ত সরকারি কলেজগুলি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য। যা রাজ্য সরকারের কাছে সমিতি বিশেষ ভাবে অনুরোধ জানায়।

Developed by