Breaking
26 Dec 2024, Thu

আইসিডিএস সেন্টার পরিদর্শনে ঝাড়গ্রামের অতিরিক্ত জেলাশাসক তনয় দেবসরকার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার ঝাড়গ্রাম জেলার বিনপুর১ নং ব্লকের লালগড়ের আইসিডিএস সেন্টার গুলি পরিদর্শন করেন ঝাড়গ্রামের অতিরিক্ত জেলাশাসক তনয় দেবসরকার। সেখানে গিয়ে পড়াশুনোর কেমন হচ্ছে তা খতিয়ে দেখেন তিনি।

শিক্ষিকা ও শিশুদের সাথে কথা বলেন তনয়বাবু। এছাড়াও তিনি শিশুদের পরিবারের মায়েদের সাথে কথা বলেন এবং তাদের কোন অভিযোগ আছে কিনা তা জানতে চান।

Developed by