Breaking
29 Dec 2024, Sun

দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মেরে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর, শোকের ছায়া এলাকায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইক ধাক্কা মারায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। আরও এক মাধ্যমিক পরীক্ষার্থী গুরুতর জখম হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বেলিয়াবেড়া থানার শিবানন্দপুর চকে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতের নাম শান্তনু মল্লিক (১৭)। জখম পরীক্ষিত মল্লিক (১৭) ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনেই এবার মাধ্যমিক পরীক্ষার্থী। তারা তপসিয়া বিদ্যাসাগর শিক্ষানিকেতনের ছাত্র। তাদের বাড়ি তপসিয়া গ্রামে। এদিন সন্ধ্যায় গোপীবল্লভপুর থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিল দুই বন্ধু। বাইক চালাচ্ছিল পরীক্ষিত। বাইকের পিছনে বসে ছিল শান্তনু। দু’জনের মাথায় হেলমেট ছিল না। গোপীবল্লভপুর থেকে তপসিয়া বাড়ি ফেরার পথে শিবানন্দপুর চকের কাছে দাঁড়িয়ে থাকা একটি লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পরীক্ষিত। রক্তাক্ত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে শান্তনুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

Developed by