Breaking
30 Dec 2024, Mon

ঝাড়গ্রাম হাসপাতালের পর গোপীবল্লভপুর ও নয়াগ্রাম হাসপাতালে ১০ বেডের সিসিইউ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের পর গোপীবল্লভপুর ও নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হচ্ছে সিসিইউ। আজ, বুধবার বাঁকুড়া থেকে ১০ বেডের সিসিইউর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য ৮০ কোটি টাকা ও গোপীবল্লভপুর সুপার স্পেশালিটির জন্য ৫৫ কোটি ব্যয় হয়েছে। মোট ১৩৫ কোটি টাকা ব্যায়ে জেলায় তৈরি হয়েছে দু’টি সিসিইউ। ঝাড়গ্রামের দু’টি সিসিইউ সহ মোট ছ’টি সিসিইউর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ৬টি হাসপাতালেই দশ বেডের সিসিইউ চালু করার জন্য খরচ হয়েছে ৬১৫ কোটি টাকা।
গোপীবল্লভপুর ও নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ১০ বেডের সিসিইউ বিভাগ চালু হবে। সিসিইউ বিভাগ চালুর জন্য সব রকম প্রস্তুতি সম্পূর্ন হয়ে গিয়েছে। মঙ্গলবার গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সিসিইউ পরিদর্শন করেন জেলা পরিষদপর স্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত।

Developed by