Breaking
2 Jan 2025, Thu

টোটোর চাকায় রাস্তা জ্যাম ঝাড়গ্রাম শহরে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : টোটোর চাকায় রাস্তা জ্যাম ঝাড়গ্রাম শহরে। টোটোর দৌরাত্ম্যে নাজেহাল হয়ে পড়েছে শহরের পথ চলতি মানুষজন। বর্তমানে ঝাড়গ্রাম পৌরসভা এলাকায় প্রায় এক হাজারের বেশি টোটো আছে। বেশির ভাগ টোটোর নেই কোনো সরকারি পারমিট, ফলে বেআইনি ভাবে চলছে তারা। ঝাড়গ্রাম শহরে টোটো গুলি দাঁড়াবার জন্য নেই কোনো সুনিদিষ্ট স্ট্যান্ড। যার ফলে যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, তাতেই সমস্যা হচ্ছে পথ চলতি মানুষদের। প্রশাসনের দৃষ্টি আকর্ষনের দাবি জানাচ্ছেন শহরবাসী।

Developed by