Breaking
9 Jan 2025, Thu

চোরচিতায় তৃনমূল কর্মীকে হাঁসুয়া দিয়ে কোপানোর ঘটনায় গ্রেফতার হল তৃণমূল কর্মী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: গত ৩ তারিখ ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার চোরচিতা গ্রামে তৃণমূলের দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সক্রিয় কর্মী চন্দন দে-কে হাঁসুয়া দিয়ে কোপানো হয়। গুরুতর জখম হয়ে বর্তমানে চন্দন ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় রাজীব কর, সুবীর দে ও দিলীপ বানের বিরুদ্ধে অভিযোগ উঠে। পুলিশ অভিযোগের ভিত্তিতে দিলীপ বানকে গ্রেফতার করে। শনিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Developed by