ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দলীয় কোন্দলের জেরে আইন-শৃঙ্খলার অবনতি হলে দু’পক্ষকে গ্রেফতার করার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিলেন তৃণমূলের ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায়। গত ৩ তারিখ ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার চোরচিতা গ্রামে দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সক্রিয় কর্মী চন্দন দে-কে হাঁসুয়া দিয়ে কোপানো হয়। গুরুতর জখম হয়ে বর্তমানে চন্দন ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। গোপীবল্লভপুর ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কালিপদ শূরের সঙ্গে ঝাড়গ্রাম জেলা পরিষদের অধ্যক্ষ স্বপন পাত্রের গোষ্ঠীদ্বন্দ্ব বহুল পরিচিত। এদিন রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে বিকেলে দলীয় নেতা-নেত্রীদের সঙ্গে আলোচনায় বসেন পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায়। বৈঠক শেষ হওয়ার পর ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোরকে ডেকে পার্থ চট্টোপাধ্যায় বলেন,‘এরপর কোন গণ্ডগোল হলে দু’পক্ষকেই গ্রেফতার করে ঢুকিয়ে দেবেন।’ বাইরে দাঁড়িয়ে প্রকাশ্যে স্বপন পাত্রকে পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন,‘নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করে আইন-শৃঙ্খলার অবনতি করা চলবে না।’