ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গত কয়েক দিন ধরে মরফিন ভাইরাসের গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ঘটনার কেন্দ্রবিন্দু লালগড় ও কাঁটাপাহাড়ী। এই দুই জায়গায় নাকি মরফিন ভাইরাস দেখা মিলেছে বলে ভুয়ো খবর ছড়ানো হয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কে রাখার জন্য মাছ খেতেও নিষেধ করা হয়েছে। এহেন ‘চক্রান্তকারী’ দের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শুক্রবার ফেলেছে এমনই ভুয়ো খবর ছড়ানো হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা। প্রকাশ মৃধা বলেন,‘সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো খবর ছড়ানো হচ্ছে জেলার বদনাম করার জন্য। কেউ বা কারা এসব চক্রান্ত করছে। মানুষ যাতে বিভ্রান্ত না হয় তার জন্য জেলার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রতি ব্লকে সচেতনতা করা হচ্ছে। সবচেয়ে হাস্যকর বিষয় যে মেসেজ সোশ্যাল মিডিয়া ঘুরছে সেখানে লেখা রয়েছে ঝাড়গ্রাম সাব ডিভিশন হাসপাতাল। অর্থাৎ ঝাড়গ্রাম জেলা হাসপাতাল হয়ে গেলেও তার নলেজে বিষয়টি নেই!’ ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন,‘জেলার মানুষের কাছে অনুরোধ করা হচ্ছে ভুয়ো বা মিথ্যে খবর কাউকে ফরোয়ার্ড করবেন না। এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’