Breaking
26 Dec 2024, Thu

সামাজিক ‘ক্যানসার’ দূর করতে জন্মদিনে বদ্ধ পরিকর ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ

ওয়েব ডেস্ক : অর্থনীতির বাজার নিম্নমুখী। বেকারত্ব। হেঁসেলে আগুন। ‘ধর্ম সঙ্কটে’ সাধারণ মানুষ। কি করা উচিত? আর কি করা উচিত নয়? তা নিয়েই বেশি চিন্তাগ্রস্ত সাধারণ মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সংবাদমাধ্যমের কাজের মাধ্যমে ফুটে ওঠে এলাকা, সমাজ, রাজ্য, দেশের চালচিত্র। আগামীর পথ চলার দিশা। পাশাপাশি, সমাজে হিংসা, বিদ্বেষ, খুন, ধর্ষণ, রাহাজানি সব কিছুই যেন ‘ক্যানসারের’ মত গ্রাস করেছে শস্য-শ্যামলা-সুজলা-সুফলা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে। ঝাড়গ্রাম জেলার একমাত্র অতি পরিচিত সর্বাধিক প্রচারিত নিউজ পোর্টাল ‘ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ’। যা ঝাড়গ্রামবাসীর সুখ-দুঃখের,আপদ-বিপদের সাথী। ‘মানুষের সাথে খবরের মাঝে’ আমাদের ক্যাচ লাইন। আজ ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ এক বছর পূর্ণ করল তার পথ চলার ক্ষেত্রে। আর এই পথ চলতে গিয়ে অনেক বাধা-বিপত্তি কাটিয়ে মানুষের আশীর্বাদ নিয়ে এগিয়ে চলেছি আমরা। আমাদের এই পথ চলার ক্ষেত্রে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের সকলকে শুভেচ্ছা জানাই। আমরা আশাবাদী আগামী দিনেও আপনারা আমাদের পাশে থাকবেন। আর পথ চলতে সমাজের ‘ক্যানসার’ দূর করতে বদ্ধ পরিকর আমরা অবশ্যই আপনাদের পাশে নিয়ে। ধর্মান্ধতার বিরুদ্ধে প্রগতির পথে উন্নয়নকে সঙ্গী করে আপনাদের সাথে নিয়ে আমরা এগিয়ে যাবো… এই আমাদের অঙ্গীকার।

Developed by