Breaking
25 Dec 2024, Wed

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করল এক নাবালককে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করল এক নাবালককে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া পুলিশ বিটর অধীনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জানুয়ারি সকাল সাড়ে দশটা নাগাদ প্রতিবেশি পাঁচ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে চোদ্দ বছরের এক নাবালক। খুব দরিদ্র পরিবারের নাবালিকার বাবা ও মা চাষের কাজে বাড়ি থেকে বেরিয়ে গেলে বাড়িতে একা পেয়ে ঘটনাটি ঘটায় প্রতিবেশি এক কিশোর। বাবা-মা বাড়িতে ফিরে এলে নাবালিকা সমস্ত ঘটনার কথা বলে। বিষয়টি নিয়ে ‘বাড়াবাড়ি’ না করে ‘মীমাংসা’ করার কথা জানায় কিশোরের পরিবার। কিন্তু ওই দিন রাতেই এসে কিশোরের পরিবারের পক্ষ থেকে ‘মারধর’ করতে উদ্যত হয়ে নাবালিকার বাড়িতে যায়। তখনই মানিকপাড়া বিট হাউসে এসে অভিযোগ জানায় নাবালিকার পরিবার। পরের দিন ৩১ জানুয়ারি মানিকপাড়া থানায় লিখিত অভিযোগ করেন নাবালিকার পরিবার। গত শুক্রবার গ্রেফতার করা হয় চোদ্দ বছরের কিশোরকে। মানিকাপাড়া বিট হাউসের আইসি অঞ্জন মাইতি বলেন,‘অভিযোগের ভিত্তিতে পক্সো ও ধর্ষণ ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন পশ্চিম মেদিনীপুরের জুভেনাল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছিল দু’জনকেই। সেখান থেকে নাবালককে ডেবরার হোমে পাঠানো হয়েছে। নাবালিকার গোপন জবানবন্দি নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।’

ছবিটি প্রতীকী

Developed by