Breaking
24 Dec 2024, Tue

১১ তম আন্তঃরাজ্য সরকারি বিদ্যালয়ের যোগা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করল ঝাড়গ্রামের মেয়ে মাহিয়া বাগচী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ১১ তম আন্তঃরাজ্য সরকারি বিদ্যালয়ের যোগা প্রতিযোগিতায় তৃতীয় হল ঝাড়গ্রামের মেয়ে মাহিয়া বাগচী। মাহিয়া বাগচী ঝাড়গ্রামের রানি বিনোদ মঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার বাড়ি ঝাড়গ্রাম জেলা শহরের সাবিত্রী সিনেমা হলের সামনে।

রাজ্য সরকারের স্কুলশিক্ষা বিভাগের অধীনে ১১ তম আন্তঃরাজ্য সরকারি বিদ্যালয়ের যোগা প্রতিযোগিতায় হয় মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলার নবাব বাহাদুর ইনস্টিটিউশন প্রাঙ্গণে ৩১ জানুয়ারি থেকে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। অনুর্ধ্ব ১৭ বছরের বিভাগে যোগা প্রতিযোগিতায় শনিবার তৃতীয় স্থান অর্জন করেছে ঝাড়গ্রামের মেয়ে মাহিয়া বাগচী। ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে মাহিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় ঝাড়গ্রামের নামকে উজ্জ্বল ও গর্বিত করার জন্য।

Developed by