Breaking
23 Dec 2024, Mon

লালগড়ের মালখানা থেকে অস্ত্র পাচারের ঘটনায় সোমবার ‘অস্ত্র আইনের’ ধারা যুক্ত করল পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লালগড়ের মালখানা থেকে অস্ত্র পাচারের ঘটনায় সোমবার ‘অস্ত্র আইনের’ ধারা যুক্ত করল পুলিশ। ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে একটি বন্দুকও উদ্ধার করা হয়েছে বলে আদালতে জানিয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আগে ৪০৯ নং (সরকারি সম্পত্তির দায়িত্বে থাকা অফিসারের বিরুদ্ধে সরকারি সম্পত্তি তছরূপ) এবং ১২০বি নং(ষড়যন্ত্র) ধারায় মামলা রুজু করেছিল। সোমবার নতুন করে অস্ত্র আইনের ধারা ২৫(১)(এ) নং(বেআইনি অস্ত্র বিক্রি) এবং ২৯ নং(জেনে শুনে বেআইনি অস্ত্র বিক্রি করা) ধারাও যুক্ত করা হয়েছে।

Developed by