Breaking
23 Dec 2024, Mon

লালগড়ের অস্ত্র পাচারে পুরুলিয়ার ‘যোগ’, পুরুলিয়ার জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন মঞ্জুর করল আদালত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
লালগড়ের অস্ত্র পাচারে পুরুলিয়ার ‘যোগ’ রয়েছে তদন্তে নেমে এমনই কথা জানতে পেরেছে পুলিশ। পুরুলিয়ার জেলে গিয়ে চণ্ডী কর্মকার ও মাথুর পাসোয়ানকে ‘জেলে জিজ্ঞাসাবাদের’ জন্য সোমবার আদালতের কাছে মামলার তদন্তকারী অফিসার আবেদন করেন। বিচারক এডুইন লেপচা পুরুলিয়ার জেলে গিয়ে চণ্ডী কর্মকার ও মাথুর পাসোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদনও মঞ্জুর করেছেন।

Developed by