Breaking
23 Dec 2024, Mon

লালগড় থানার মালখানা থেকে বন্দুক পাচারের তদন্তে কলকাতা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লালগড় থানার মালখানা থেকে বন্দুক পাচারের তদন্তে কলকাতা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। গত ২১ জানুয়ারি লালগড় থানার মালখানা থেকে ১৮টি বন্দুক পাচারের ঘটনা প্রকাশ্যে আসে। ওই ঘটনায় জামবনি থানার সাব-ইনস্পেক্টর তারাপদ টুডু, এনভিএফ কর্মী লক্ষীরাম রাণা এবং বিনপুর থানার মুরকুনিয়া গ্রামের বৃদ্ধ বাবা-ছেলে সুধাংশু সেনাপতি ও দিলীপ সেনাপতিকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত তিনজনকে পুলিশি হেফাজতে নিয়ে পুলিশি জিজ্ঞাসাবাদে ওই বেআইনি অস্ত্র চক্রে ‘জড়িত’ থাকার অভিযোগে কলকাতার বাগুইহাটি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুপ্রিয় দে(৪৫)। পেশায় তিনি দোকানের কর্মচারী। তার আদি বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায়। ২৬ জানুয়ারি ঝাড়গ্রাম আদালতে সুপ্রিয় দে-কে তোলা হলে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। সেই সঙ্গে ধৃত ৭৫ বছরের বৃদ্ধ সুধাংশু সেনাপতিকে বার্ধ্যকজনিত রোগের কারনে পুলিশ হেফাজত থেকে জেল হেফাজতে পাঠানোরও নির্দেশ দেন বিচারক।

Developed by