Breaking
1 Nov 2024, Fri

প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজের পাঠ্যবই সাঁওতালি ভাষার অলচিকি হরফে অনুবাদের কর্মশালা শুরু হল ঝাড়গ্রাম ডায়েট কলেজের দ্বিতীয় ক্যাম্পাস রামগড়ে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজের পাঠ্যবই সাঁওতালি ভাষার অলচিকি হরফে অনুবাদের কর্মশালা শুরু হল রামগড়ে ঝাড়গ্রাম ডায়েট কলেজের দ্বিতীয় ক্যাম্পাসে। তিন দিনের এই কর্মশালায় মোট ৩৬ জন সাঁওতালি ভাষার বিভিন্ন কলেজের অধ্যাপক, স্কুলের শিক্ষক, সাঁওতালি ভাষার বিশিষ্ট ব্যক্তিবর্গরা যোগ দিয়েছেন। আদিবাসী সমাজের দীর্ঘদিনের দাবি ছিল মাতৃভাষায় প্রাথমিক শিক্ষক শিক্ষণের ব্যবস্থা করা। সে জন্য রাজ্য সরকার ইতিমধ্যে সাঁওতালি পাঠ্যক্রম চালু করেছে।

এবারে প্রাথমিক শিক্ষক শিক্ষণের সেই বই গুলোকে সাঁওতালি ভাষার অলচিকি হরফে অনুবাদ করা হবে। রাজ্য এসসিইআরটি এবং ঝাড়গ্রাম ডায়েট কলেজের যৌথ ব্যবস্থপনায় রামগড়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সূচনা করেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ। উপস্থিত ছিলেন এসসিইআরটির ডিরেক্টর ছন্দা রায়, অতিরিক্ত জেলাশাসক পীযূষকান্তি গোস্বামী, ঝাড়গ্রাম ডায়েট কলেজের প্রিন্সিপাল শঙ্করকুমার দত্ত, ঝাড়গ্রাম জেলার শিক্ষা আধিকারিক শুভব্রত মণ্ডল, রামগড় ডায়েট কলেজের ইনচার্জ সুকন্যা দাস প্রমুখ। এদিন সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঝাড়গ্রাম ডায়েটে কলেজের কর্মী সুখময় ত্রিপাঠী|

Developed by