Breaking
23 Dec 2024, Mon

লালগড় নার্সিং ট্রেনিং স্কুলে চতুর্থ বর্ষের ল্যাম্প লাইটিং অনুষ্ঠান করলেন হবু নার্সরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লালগড় নার্সিং ট্রেনিং স্কুলে চতুর্থ বর্ষের ল্যাম্প লাইটিং অনুষ্ঠান করলেন হবু নার্সরা।
অনুষ্ঠানে মোমবাতি জ্বালিয়ে হাতে নিয়ে ‘এ জীবন পূর্ন করো’ সমবেত সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা। উপস্থিত ছিলেন নার্সিং ট্রেনিং স্কুলের প্রধান শিক্ষিকা মিনু ধল। মিনু ধল বলেন “নার্সিং হল একটি সমাজ সেবা। এই সেবায় নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করা ছাত্রীদের মূল কর্তব্য।’ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক নন্দন মল্লিক, ঝাড়গ্রাম নার্সিং ট্রেনিং স্কুলের শিক্ষিকা বেলা সাহা, লালগড় সারদামনি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বর্ণলতা বেরা সহ বিশিষ্টজনেরা।

Developed by