Breaking
23 Dec 2024, Mon

রাত জেগে ‘ঝাড়গ্রাম নাগরিক উদ্যোগে’র কর্মীদের প্রচেষ্টায় রক্ষা পেল ঝাড়গ্রাম স্টেশন চত্বরে তিনটি শতাব্দী প্রাচীন গাছ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রাত জেগে ‘ঝাড়গ্রাম নাগরিক উদ্যোগে’র কর্মীদের প্রচেষ্টায় রক্ষা পেল ঝাড়গ্রাম স্টেশন চত্বরে তিনটি শতাব্দী প্রাচীন গাছ। ঝাড়গ্রাম স্টেশনে নতুন করে ফুট ওভার ব্রীজ বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে রেলে তরফে। রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম স্টেশনের প্যানেল রুমের পূর্বদিকে একটি নতুন ফুট ওভার ব্রীজ বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে স্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝে দুটো শতাব্দী প্রাচীন অশ্বথ গাছ এবং ১ নম্বর প্ল্যাটফর্মের সামনে শতাব্দী প্রাচীন একটি শালগাছ কাটা পড়বে। বিষয়টি জানতে পেরে ‘ঝাড়গ্রাম নাগরিক উদ্যোগের’ কর্মীরা ঝাড়গ্রামের স্টেশন ম্যানেজারকে মৌখিক জানিয়ে এবং ডিআরএমকে চিঠি দিয়েও কোন লাভ হয়নি। বুধবার সকালে গাছ কাটতে এলে গাছ কাটা হলে আন্দোলন শুরু করা হবে সাফ জানিয়ে দেয় কর্মীরা। এদিন গাছ কাটার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে বহু পরিবেশ প্রেমী স্টেশনে ভিড় জমায় প্রতিবাদ জানাতে। তারপর অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার গাছ বাঁচিয়ে ফুট ওভার ব্রীজ ও লিফট করার সিদ্ধান্ত নেন। আর তাতেই খুশি ঝাড়গ্রাম পরিবেশ প্রেমী মানুষরা।

Developed by