Breaking
23 Dec 2024, Mon

বিবেক মেলায় হকারদের গায়ে শীতের চাদর জড়িয়ে দিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিবেক মেলায় হকারদের গায়ে শীতের চাদর জড়িয়ে দিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারি। বুধবার রাতে এমনই ব্যতিক্রমী রূপে দেখতে পাওয়া গেল রাজ্যের হেভিওয়েট পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারিকে।

এদিন কলকাতা হরিশ পার্কে বিবেক সংস্থার উদ্যোগে ‘বিবেক মেলা’য় এসে ভিন্ন মেজাজে পাওয়া গেল মন্ত্রী শুভেন্দু অধিকারিকে। মেলার বিভিন্ন স্টল ও হকার ও দোকানদারকে কাছে গিয়ে নিজের হাতে তাঁদের গায়ে শীতের চাদর জড়িয়ে দিলেন। আর তাতেই আপ্লুত দোকানদাররা। পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারি বলেন,’মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটাই আমার প্রথম কাজ বলে মনে করি। তাই মেলায় দরিদ্র যে সমস্ত দোকানদার প্রচণ্ড শীতের মধ্যে নিজেদের রুটি-রুজির জন্য ঠাণ্ডাকে উপেক্ষা করে কাজ করে চলেছেন এবং আর পাঁচজন মানুষকে উৎসব ও মেলায় আনন্দ দান করছেন, তাঁদের গায়ে শীত নিবারণের জন্য চাদর জড়িয়ে তাঁদের পাশে থেকেছি।’

Developed by