Breaking
23 Dec 2024, Mon

দাবি পূরণ নাহলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামতে চলেছে পোস্ট অফিসের এজেন্টরা, ঝাড়গ্রামে রাজ্য সম্মেলনে থেকে সিদ্ধান্ত গ্রহণ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দাবি পূরণ নাহলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামতে চলেছে পোস্ট অফিসের এজেন্টরা। রবিবার ঝাড়গ্রামে শহরে চতুর্থ রাজ্য সম্মেলন থেকে এমনই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এজেন্টরা।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৪০০ জন প্রতিনিধি এদিন হাজির হয়েছিলেন। সম্মেলনের উদ্বোধন করেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। ঝাড়গ্রাম জেলা স্বল্প সঞ্চয় এজেন্ট ইউনিয়নের সম্পাদক রায়পদ সিং বলেন,‘সারা দেশে যেখানে দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সেখানে পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় এজেন্টদের কমিশন দিনের পর দিন কমিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। একশো টাকায় পঞ্চাশ পয়সা কমিশন করা হয়েছে এজেন্টদের। এছাড়াও নানা প্রকল্প এজেন্টদের বাদ দিয়ে সরাসরি পাবলিকের হাতে তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।’ স্বল্প সঞ্চয় এজেন্ট ইউনিয়নের রাজ্য সম্পাদক নুপুর দে দাস বলেন,‘পোস্ট অফিসে সুদের হারও প্রতি তিন মাস অন্তর কমিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের। পাশাপাশি এজেন্টদের কমিশনও কমিয়ে দেওয়া হয়েছে। সারা রাজ্যে ২০ হাজারের বেশি এজেন্ট এই কাজের সঙ্গে যুক্ত। আজ তাঁরা ও তাঁদের পরিবার সংকটের মুখে। আমাদের দাবি মানা না হলে আন্দোলনের পথে নামতে বাধ্য হবে এজেন্টরা।’ অবশ্য সম্মেলনে ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম বলেন,‘এজেন্টদের জ্বলন্ত সমস্যার বিষয় গুলি সুযোগ পেলে অবশ্যই কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরব।’

Developed by