ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জল-জমি-জঙ্গল নিয়ে নাম না করে বিজেপিকে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরি। শুক্রবার বিকেলে ঝাড়গ্রাম শহরের দেবেন্দ্রমোহন হলে ‘কুড়মি সমাজে’র পক্ষ থেকে অধীর চৌধুরিকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে মঞ্চে অধীর চৌধুরি বলেন,‘জল-জমি-জঙ্গল আবহমান কাল ধরে আদিবাসীদের নিজস্ব সম্পদ। অনেকে গর্ব করে বলে তোমাদের জঙ্গল দিলাম। জঙ্গল আবার দেওয়া যায় নাকি? আপনাদের সভ্য সমাজ ছেড়ে দিয়েছে এখানে। হাতির সঙ্গে বাঘের সঙ্গে লড়াই করে থাকার জন্য। এখানে হাতির হানায় দু’জনের মৃত্যুতে শোকপ্রস্তাব নিয়ে আমরা নীরবতা পালন করলাম। হাতির হানা কলকাতায় হবে না। যদি হাতির হানায় কাউকেই মারা যেতে হয় তা এই এলাকার মূলবাসীদের। আপনাদের শিক্ষা-সংস্কৃতি-রুচি অনেক বেশি উন্নত। আমরা বাইরে থেকে এসে আপনাদের জমি, সম্পত্তি দখল করেছি। অর্থ উর্পাজন করেছি। আপনাদের দারিদ্রত্যাকে খরিদ করে আপনারা আমাদের সম্পত্তি বাড়িয়েছেন।’